ডা. এস চক্রবর্তীর (পিটি)  

ফিজিওথেরাপির চিকিৎসা এখন বিশ্বব্যাপী সমৃদ্ধ হলেও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। কিন্তু রোগের প্রাদুর্ভাব ও রোগির সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। এখনও দেশে বাত ব্যথা প্যারালাইসিসসহ সংশ্লিষ্ট রোগের সঠিক চিকিৎসা থেকে মানুষ প্রায়ই বঞ্চিত হচ্ছে। আশার কথা হলো, বিশ্বমানের ফিজিওথেরাপির চিকিৎসা এখন দেশেই হচ্ছে। সেই নিশ্চয়তা দিচ্ছে ঢাকায় শ্যামলী রিং রোডে অবস্থিত স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল। এ প্রতিষ্ঠানটি এস পি হাসপাতাল নামে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। এখানে বিশ্বমানের ফিজিওথেরাপির চিকিৎসা পাওয়ার অন্যতম কারণ হলো এ হাসপাতালটি পরিচালনায় রয়েছেন ফিজিওথেরাপি স্পেশালিস্ট  ডা. এস চক্রবর্তী (পিটি)।

তিনি  ঢাকা  বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিওথেরাপি। মাস্টার্স অব ফিজিওথেরাপি এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক হেল্থ ডিগ্রি অর্জনের পরে ব্যাকপেইন ও স্পাইন পেইনের উপর লন্ডনের  ম্যাকোঞ্জি ইনস্টিটিউট হতে

(এম.ডি.টি) অর্জন করেন। এছাড়া ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন হতে ব্রেইন স্ট্রোকের উপর ট্রেনিং করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে  স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । এছাড়া আমেরিকা, কানাডা, জাপান, থাইল্যান্ড, ইতালি, বেলজিয়াম ও  ইউরোপের বিভিন্ন দেশে বাত, ব্যথা ও প্যারালাইসিস-এর উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।